চুয়াডাঙ্গায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭
টাইগার নিউজ
বিশেষ অভিযানের অংশ হিসেবে চুয়াডাঙ্গার চারটি থানায় মোট ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জেলার সদর থানায় ১২ জন, দামুড়হুদা মডেল থানায় পাঁচ জন, জীবননগর থানায় ছয় জন ও আলমডাঙ্গা থানায় চার জন।
গ্রেপ্তার হওয়া বক্তিরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।
সূত্র : ঢাকাটাইমস